রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বসত বাড়ীর বিদ্যুতের ক্যাবল চুরির ঘটনায় দুই জন চোরকে আটক করেছে স্থানীয়রা।

গত বৃহস্পতিবার সকালে স্থানীয়দের হাতে আটক হওয়া দুই চোরকে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নুরু পাটোয়ারীর ছেলে মো. মানিক পাটোয়ারী(৪০) ও মল্লিকপাড়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. বাবু মল্লিক। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপি’র খানখানাপুর ইউনিয়ন পরিষদ কর্মকর্তা চয়ন কুমার শীল।

জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ১০টার দিকে সদর উপজেলার খানখানাপুরে ইউনিয়নে রসুলপুর গ্রামের মো. টুলু পাটোয়ারীর বসত বাড়ীতে বিদ্যুতের ক্যাবল চুরি হয়।

এ ঘটনায় আনসার ও ভিডিপি’র খানখানাপুর ইউনিয়ন পরিষদ কর্মকর্তা চয়ন কুমার শীলের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার সকালে খানখানাপুর বড় ব্রীজ এলাকা থেকে সন্দেহ জনক ভাবে দুই জনকে আটক করা হয়।

এরপর খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর  মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম(লাল) কাছে সোপর্দ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদে শালিসের মাঝে আটককৃতরা নিজের অপরাধ স্বীকার করেন।

এ ব্যাপারে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল বলেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে এ ধরনের কাজ করে আসছিলো নেশাগ্রস্থ এই বিদ্যুতের ক্যাবল চোর চক্রটি। স্থানীয়রা আটক করে নিয়ে আসলে দুই চোর ও তাদের অভিভাবকের কাছে থেকে মুসলেকা নেওয়া হয়। যেন আগামীতে এ ধরনের অপকর্ম না করে। এছাড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবির প্রেক্ষিতে আটককৃত দুই চোরকে মোট ১৬ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।