মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ নভেম্বর) কালীগঞ্জ কিন্ডারগার্টেন (কেজি) এসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণীর ২৬০০ জন শিক্ষার্থী কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে, হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন : সেলিম নূর আলী ব্যপারী, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনা আক্তার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যায়লয় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন:আশা আক্তার সাথী, হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন : জেসমিন আক্তার, বর্তুল একাডেমী, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন : জুয়েল মিয়া, হল সুপার : সুরজ মিয়া, স্টার মডেল একাডেমী, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন: দীপক চন্দ্র সাহা, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন : তারনী চন্দ্র মন্ডল, মাষ্টার কিন্ডার গার্টেন, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন: হাজী শরিফ খাঁন, খালেদ হাসান নাজমুল, নরুন কিন্ডার গার্টেন, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন :প্রনব দাস,,হল সুপা র হিসাবে দায়িত্ব পালন করেন :হাজী আতাউর রহমান , ইকরা মডেল একাডেমীর কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন : মোমেনা বেগম, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন : মামুন মিয়া, ন্যাশনাল ল্যাবরেটরীজ স্কুলে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন : মাসুম , হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন : নাইমুর রহমান। বিভিন্ন কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় সর্বমোট ২৬০০ জন ছাত্র /ছাত্রী অংশগ্রহণ করে। এসময় গাজীপুর কেজি স্কুল এসোসিয়েনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পূবাইল মেট্রো থানার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কালীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি কামরুজ্জামান পনির, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, পৌর সভাপতি রেজাউল হক ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, সিনিয়র সহ সভাপতি মু শফিকুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, সদস্য আশাদুজ্জামান ( নূর)কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সদস্য সচিব আশরাফুল আলম (শিশির), সদস্য অধ্যাপক গোলাম রসুল (সুমন) কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন। , কালীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম,ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন আমাদের প্রতিনিধি কে জানান উৎসব মুখোর আয়োজনে কালীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কোমল মতি শিশুরা পরিক্ষায় শতস্ফুত্ব ভাবে অংশ গ্রহন করেছে, এবং অবিভাকেরা ও তাদের সন্তান দের কে নিয়ে পরিক্ষার কেন্দ্রে সু শ্রিক্ষল ভাবে পরিক্ষার হলে ডুকিয়ে দিয়ে পরিক্ষায় কেন্দ্রের বাহিরে সন্তানদের জন্য অপেক্ষা করেছে, আমরা আমাদের বৃত্তি পরীক্ষা শেষ করতে পেরেছি তাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, ধন্যবাদ সকল পরিক্ষার্থীদের এবং অবিভাবক,পর্যবেক্ষক ও সাংবাদিক ভাই দের কে আপনারা শত কর্মব্যস্ততার মধ্যে ও আমাদের সময় দিয়েছেন তার জন্য , কালীগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।