মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকেল ৩ টায় পার্বতীপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের উদ্যোগে সভাপতি শামসুজ্জোহা শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহবুবার রহমান (মাহবুব) সহ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষকলীগের সভাপতি ও সম্পাদকগণ। সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য কৃষকলীগের ভূমিকা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ কৃষক সমাজকে সংগঠিত করে তাঁদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। এ সময় আওয়ামীলীগ ও কৃষকলীগ পরস্পর সমণ্বয় করে সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন বক্তরা।