এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

সিনিয়র সাংবাদিক ওমর ফারুক শামীম আর নেই ৷ শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
শুক্রবার রাতেই মরহুমের মরদেহ লাশবাহি এ্যাম্বুল্যান্স ঢাকা থেকে সরাসরি কদমতলী সাংবাদিক হাউজিংয়ের বাসায় নিয়ে যায়।
শনিবার (দুপুর) বাদ যোহরে খাগড়াছড়ি কালেক্টরেট কোর্ট বিল্ডং মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ১২টার পর মরহুমকে তার সহকর্মী ও প্রিয়জনদের দেখার জন্য খাগড়াছড়ি প্রেসক্লাবে কিছু সময় রাখা হয়েছে।

মরহুম সিনিয়র সাংবাদিক ওমর ফারুক শামীম ১৯৭২ সালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওমর ফারুক শামীম দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন দৈনিক আনন্দবাজার পত্রিকা, দৈনিক প্রতিদিনের চিত্র, দৈনিক জাগরণ, বাংলাদেশের খবর, বাংলাদেশ বুলেটিন, দিন পরিবর্তন, মাতৃভূমি। সিনিয়র সাংবাদিক ওমর ফারুক শামীম সর্বশেষ সংবাদ প্রকাশে নিউজ এডিটরের দায়িত্ব পালন করছিলেন।