রাজবাড়ী প্রতিনিধিঃ
২০ শে জানুয়ারি শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় পুলিশ সুপার জি.এম .আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ সকল দপ্তরের দপ্তর প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজবাড়ীকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধিশালী জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান তিনি।
যারা আগুন সন্ত্রাস করে। জনগণের জীবনহানী ঘটায়। মানুষকে পুড়ায় । এরা তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসী। মানুষকে পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবা না। যারা সমস্থ সন্ত্রাসী কর্মকান্ড করে রাজনীতিকে কুলশিত করতেছে। জাতীয় সম্পদ নষ্ট করতেছে। এটা কোনভাবেই জনগন সমর্থন করবে না। এই কাজ চালাইতে থাকলে জীবনে তারা রাজনৈতিক ফয়দা লুটতে পারবে না। রাজবাড়ীতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে দেশের সর্ববৃহত রেলের মেরামত কারখানা হবে। রেলের বেদখল হওয়া জমি ও কোয়াটার উদ্ধারে জোড়ালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী জেলা পুনরায় রেলের শহর হিসেবে পরিচিতি লাভ করবে।