রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  সভাপতি নির্বাচিত হয়েছেন খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সম্পাদক হয়েছেন মো.আব্দুর রাজ্জাক-২।

৩১শে জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আনিছ- গৌতম-কবীর পরিষদ ও সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ বাচ্চু-আবুল-রাজ্জাক-২ পরিষদ অংশগ্রহণ করে।
নির্বাচনে বাচ্চু-আবুল-রাজ্জাক-২ পরিষদের ১০জন জয় লাভ করে। নির্বাচিতরা হলেন, সভাপতি খোন্দকার হাবিবুর রহমান,সহ সভাপতি আবুল হোসেন মোল্লা, সম্পাদক আব্দুর রাজ্জাক-২, সহ সম্পাদক মো. তসলিম আহমেদ তপন, জাহিদ উদ্দিন মোল্লা, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কুমার রায়,কার্যনির্বাহী সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. ফিরোজ উদ্দিন, এম. এম শাহরিয়ার জামান (রাজিব) ও মো. জিয়াউর রহমান।
আনিছ-গৌতম-কবির পরিষদ থেকে একজন কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি হলেন শামীমা ইসলাম সোনিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,রাজবাড়ী আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১৩ জন। এত ১১২ ভোট পেয়ে সভাপতি হয়েছেন খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আনিছুর রহমান পেয়েছেন ৯৬ ভোট। ১৩১ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রাজ্জাক-২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কবীর পেয়েছেন ৭৬ ভোট।