রাজবাড়ী প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় দেড় মাস পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে  সনাক্ত করা হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন সন্ত্রাসে নিহত যাত্রী রাজবাড়ীর ৩ জন বাসিন্দার মরদেহ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ওই তিন জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে স্ব স্ব পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে এলিনার মরদেহ নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। সে সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভাড়ি হয়ে ওঠে।

রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল রাজারবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মৃত সাইফুর রহমানের মেয়ে এলিনা ইয়াসমিন (৪০), তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

সুজন কুমার শীল বলেন, ডিএনএ পরীক্ষার জন্য এলিনার মা হোসনেয়ারা বেগমের স্যাম্পল নেয়া হয়। ডিএনএ পরীক্ষা করে এলিনার মরদেহ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মরদেহ বাড়ীতে আনা হয়। বাদ এশা আল্লানেওয়াজ খায়রু একাডেমি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লক্ষীকোল কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।