ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

তাঁত শ্রমিকের কর্মবিরতি মজুরি বৃদ্ধির দাবিতে
কাজ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারে ৫০০ তাঁত শ্রমিক নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা । রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারে আঞ্চলিক সড়ক গোল চত্বরে শ্রমিক নেতা রেজাউল করিমের সভাপতিত্বে তাত শ্রমিক জামিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। এসময় উপস্থিত শ্রমিকরা বলেন, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি, আমদের যে মজুরি ২৮ টাকা দেয়া হয় তা দিয়ে আমাদের পরিবার চালানো অসম্ভব হয়ে পরেছে।যেখানে সকল সেক্টরের শ্রমিকের মজুরি বৃদ্ধি করেছে কিন্তু আমাদের তাত শ্রমিকের মজুরি বৃদ্ধি করে নাই। আমরা মালিকদের অনেক বলেছি কিন্তু তারা আমাদের কথায় কোন কর্নপাত করেনি। তাই আমাদের দাবি ৩৫ টাকা না দেয়া পযন্ত আমরা কাজে যাবো না। তারা আরও হুশিয়ারী দিয়ে বলেন, যাঁরা আমাদের কথা অমান্য করে কাজে যাবে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যাবস্থা নেয়া হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাগবাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম,শ্রমিক নেতা লালন, কোরবান আলী, ফরিদুল ইসলামসহ প্রমুখ।