গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে একাধিক বার সংবাদ প্রকাশ হওয়ার পরও বন্ধ হচ্ছেনা অবৈধভাবে মাটি কাটার মহোৎসব।

উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর, দামোদরপুর জামুডাঙ্গা, দুলার বটের তলের উত্তর পার্শ্বে, পশ্চিম দামোদরপুর, দামোদরপুর পুটি মারির বিল, উত্তর ভাঙ্গামোড়, ফরিদপুর চক গোবিন্দপুর, রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস,ভাতগ্রাম তরফ মাহদী নলেয়া নদীর লাল মাটির ঘাটের বাঁধ, বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে অবৈধভাবে দিনে রাতে চলছে মাটি কাটার মহোৎসব এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পরও বন্ধ হচ্ছেনা এই মাটি কাটার মহোৎসব।

কৃষি প্রদান বাংলাদেশ অথচ কৃষকদের বাধ্য করে নদী,নালা, সরকারী খাস জমি ও আবাদি জমির উর্বর মাটির টপসেল কেটে নেওয়ার মহোৎসব চলছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরজমিন উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় ভেকু দিয়ে দিনে ও রাতের আধারে অবাধে অবৈধভাবে প্রকাশ্যে মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন ভাবে মাটি বিক্রি করে দেশ ও জাতির ক্ষতি করে চলেছে একটি অসাধু প্রভাবশালী মহল। এনিয়ে বারবার সংবাদ প্রকাশ হওয়া সত্ত্বেও কোনো ভাবেই থামছেনা এই মাটি খেকোর দল। নিরব ভূমিকায় প্রশাসন জনমনে প্রশ্ন,  আসলেই এদের খুঁটির জোড় কোথায়?
জানা যায় ভেকু ও অবৈধ মাহেন্দ্র কাঁকড়া ব্যাবসা সহ সবদিক ম্যানেজের নেতৃত্ব দিচ্ছেন একটি প্রভাবশালী মহল।

সচেতন মহলের দাবী দ্রুত বন্ধ করা হোক এই অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব।