রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩মার্চ) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) মো. রুহুল আমিন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সদর উপজেলার দাদশী বাজারের শাওন ট্রেডার্সকে ১ হাজার টাকা, অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স সাবিত মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা ও একই অপরাধে অনামিকা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে