রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বিশিষ্ট সংগীত শিল্পী আপন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত মোয়াজ্জেম হোসেন মজনুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি কমরেড জ্যোতি শংকর। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, মোয়াজ্জেম হোসেন ছিলেন বহু প্রতিভার অধিকারী। তিনি ছিলেন গীতিকার, সুরকার, শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক। সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। প্রগতিশীল আন্দোলন সংগ্রামেও ছিলেন সক্রিয় কর্মী। কিন্তু সবসময় ছিলেন প্রচারবিমূখ। তিনি অকালে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এতে করে রাজবাড়ীবাসী হারিয়েছে একজন সংস্কৃতিপ্রাণ ব্যক্তিত্বকে। তাঁর অবদান রাজবাড়ীবাসী দীর্ঘদিন মনে রাখবে