আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ রবিবার সকালে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ এর উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: আসাদুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজহারুল ইসলাম প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দূর্যোগে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধে বিভিন্ন কলা কৌশল তুলে ধরে ভয় না করে সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।