মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ঐতিহ্যবাহী মন্মথপুর ঈদগাঁ ময়দানে হাজারো মুসল্লিগণের উপস্থিতিতে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় মুসলিম উম্মাহর শরীয়ত অনুযায়ী সালাতুল ইসতিসকা বা বৃষ্টির দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা হয়েছে। খোলা আকাশের নিচে প্রচন্ড গরমকে উপেক্ষা করে হযরত মাওলানা মোঃ সাঈদুজ্জামানের ইমামতিতে এই ইসতিসকার নামাজ পরিচালিত হয়। নামাজ আদায়ের পূর্বে অত্র এলাকার বিভিন্ন ওলামায়ে কেরামগণ মুসল্লিবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। এসময় বক্তব্য রাখেন, গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত ৫৬ জামাতের অন্তর্ভুক্ত বিশাল ঐতিহ্যবাহী মন্মথপুর ঈদগাঁর সভাপতি মোঃ মোস্তফা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আব্দুল বাকের প্রমুখ। উপস্থাপনা করেন পার্বতীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাংবাদিক মোঃ আতাউর রহমান। সালাতুল ইসতিসকা আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তির উপায় খুঁজতে বৃষ্টি বর্ষণের অনুরোধ জানিয়ে দাঁড়ানো অবস্থায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে তুলে দোয়া প্রার্থনা করেন শান্তিকামী মুসলিম উম্মাহ। উক্ত নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী-পেশার মানুষ শরীক হন।