ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে ২০২৪ ইং) বিকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা সকল সরকারি বেসরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন করার নির্দেশ দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি কায়ছার পারভেজ কাজল, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন ও দপ্তর সম্পাদক স্বপন শেখ।
কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিগত ১৫ বছর সারাদেশে ছাত্রদলের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। পাশ্ববর্তী দেশের ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মমতায় আন্দোলন সফল না হলেও ছাত্রদলকে থামিয়ে রাখা যায়নি, যাবেও না। প্রয়োজনে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমান কে বীরের বেশে দেশে ফিরে আনতে হবে।
জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে জেলা ১৮টি ইউনিটের নেতাকর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে যোগ দেয়। এ সময় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।