আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২রা জুন রবিবার বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়ায় কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবস উদযাপন উপলক্ষে এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার, খোর্দ্দকোমরপুর ব্লকের উপ-সহকারী মোঃ রুহুল আমিন মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা অল্প সময়ে অধিক ফলন পেতে দেশীয় উদ্ভাবিত ব্রিধান -১০০ (বঙ্গবন্ধু -১০০) উৎপাদনের জন্য আহবান জানান।
পাশাপাশি, কৃষি অফিসের পরামর্শ মেনে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ন পরিবেশ বান্ধব কৌশলে উন্নত জাতের ধান ও অন্যান্য নিরাপদ ফসল উৎপাদনে প্রতি গুরুত্ব আরোপ করেন।