ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: 

“শিক্ষকের কন্ঠসর, শিক্ষায় নতুন সামাজিক অঈীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০৫ অক্টোবর) সকাল ৯ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ হলরুমে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম,  অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ – উস সাঈদ,  এসময়ে উপস্থিত থেকে শিক্ষক দিবসের উপর তাৎপর্যমূলক  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ  সুলতান মাহমুদ,  বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর  মোঃ  রেজাউল হক, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফাহিমা সুলতানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সন্টু কুমার দত্ব, প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলে, শিক্ষকই মানুষকে শিক্ষিত ও দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতি গঠনে গুরু দায়িত্ব পালন করে। সে কারণেই আমাদের সমাজে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নিবে। তাই আজকে এ শিক্ষক দিবসে  তাদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এই মহান দায়িত্ব পালন করবেন শিক্ষক সমাজ। দেশ ও জাতির কল্যাণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানেটি  সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তাসলিমা, বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষক / শিক্ষিকাবৃন্দ  ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।