মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ
ডাঃ মোঃ ওয়ালী-উল-ইসলাম গত ৩১শে অক্টোবর (বৃহস্পতিবার) বগুড়া শিবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এ সময় তাকে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।এরপর তিনি তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।মতবিনিময়কালে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও তিনি সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য যে,এ সময় প্রাণিসম্পদ অফিসের রাজস্ব কর্মকর্তা, এল ডি ডি পি/ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী,পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মচারী, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়ন প্রকল্পের কর্মচারী , প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্পের কর্মচারী , কৃত্রিম প্রজন্ম টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, ভেটেরিনারি ঔষুধ প্রস্তুতকারী প্রতিনিধিদের অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি(ডাঃ মোঃ ওয়ালী-উল-ইসলাম)সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আরো বিভিন্ন জায়গায় কর্মরত থেকে সেবা প্রদান করেন।
তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মানিকচাপর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।