রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে বিআরটিসি বাস চলাচলের দাবিতে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। জেলা প্রশাসক আবু কায়সার খান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
শহরের বিভিন্ন শ্রেণিপেশার ২৮জন ব্যক্তি স্মারকলিপিতে সই করেন। এতে বলা হয়, গত ২৫ জুন মাওয়া-জাজিরা প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজবাড়ী থেকে কোনো পরিবহন সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছে না। সে কারনে রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী সহজ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই রুটে বিআরটিসি বাস চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হতো। অনেকেই এই সুফল ভোগ করতে পারতো।
এসময় রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, রাজবাড়ী নাগরিক কমিটির শিক্ষা-সাহিত্য বিষয়ক সম্পাদক মহিতুজজামান বেলাল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হালিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক আবু কায়সার বলেন, স্মারকলিপিটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।