রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার শেখ রাসেলের জন্মদিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা পার্থ প্রতিম দাশ। আলোচনা শেষে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।