শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর আমরুল ইউনিয়নে রামপুর যাদবপুর গ্রামের মাঝামাঝি জংলাপুকুর এলাকায় জৈনক আঃসামাদের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার শাহরিয়ার ইসলাম রিয়াজ (আশিক ) ২১ নামের দ্বাদশ শ্রেণির ছাত্রকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার শ ম র শহিদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় এস এস সি ব্যাচ ২০২০ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় লোকজন। আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা টিম ও শাজাহানপুর উপজেলা ছাত্রঅধিকার পরিষদ ইউনিট নিহত আশিক পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এই মানববন্ধন কর্মসূচি ১২ ই ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় শাজাহানপুর উপজেলা চত্বরে দাঁড়িয়ে পালন করা হয়, পরে ধারাবাহিক ভাবে বক্তব্য রাখেন নিহতের বাবা মোঃ বাবুল মিয়া, আরো বক্তব্য দেন
ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃসৈকত আলী, আরো বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদ নন্দী গ্রাম উপজেলার সভাপতি গৌরব সরকার মানববন্ধন কর্মসূচি পরিচালনায় ছিলে ন মোঃতামিম হাসান মারুপ সাংগঠনিক সম্পাদক শাজাহানপুর উপজেলা উপজেলা ছাত্র অধিকার পরিষদ আরো উপস্থিত ছিলেন নিহতের পরিবারবর্গ সহপাঠী ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা পরে মানববন্ধন কর্মসূচি শাজাহানপুর থানা প্রদক্ষিন শেষে মাঝিড়া স্টেন্ডে শেষ হয়|

এই মানববন্ধন কর্মসূচি দিয়ে তৃতীয় বারের মত পালিত হলো মানববন্ধন।