নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল বলেন, আমার কাছে খারাপ লাগে যখন শুনি মানুষ রাতের বেলায় পাহাড় কেটে ফেলছে। বনের গাছ উজাড় করে ফেলা হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের একটি সবুজ বিপ্লব প্রয়োজন। তিনি আরো বলেন মিরসরাই উপজেলাকে সারা বিশ্বের মানুষ চিনবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে। ১২ মার্চ রবিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদয়নের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যা রিপন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, অর্থ সম্পাদক শেখ মোঃ আক্তার হোসেনসহ উদয়নের নেতৃবৃন্দ। এসময় বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, স্কুল ব্যাগ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি রুহেল আরো বলেন, নতুন প্রজম্মকে শিক্ষার পাশাপাশি মাদক ও যৌতুক প্রথা থেকে দূরে থাকতে মানুষকে সচেতন করতে হবে।