আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০২২-২৩ মৌসুমে নতুন জাত প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত বোরো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১৮ই মে বৃহস্পতিবার দুপুর ২টায় ভাতগ্রাম ইউনিয়নের কৃষক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে ব্রি ধান ৯২ জাতের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১,গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী সংসদীয় আসনে সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির পি এস মোঃ আনোয়ারুল আজিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মতিউল আলম , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, কৃষক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমূখ।

এছাড়াও স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।