রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়।

৫ই আগষ্ট শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন রাজবাড়ী জেলা প্রশাসন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব প্রমূখ। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।