মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের তিন নং সুইসগেট সংলগ্ন এলাকায় ধান মাড়াই মেশিন উল্টে মেশিনের মালিক এনামুল প্রামানিক (২৬) নামের এক যুবক দুপুর সারে ১২ টার দিকে নিহত হয়েছেন।
নিহত এনামুল হক প্রামানিক উপজেলার ধনোপাড়া-মেরিয়া উত্তরপাড়া গ্রামের মকবুল প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল একজন ধান মাড়াই শ্রমিক ছিলেন, সে দুপুর ১২টার দিকে এনামুল নিজের ধান মাড়াই মেশিন চালিয়ে মেরিয়া গ্রাম থেকে ধান মাড়াইয়ের উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুইসগেট এলাকায় যাচ্ছিলেন। এমতাবস্থায় তিন নম্বর সুইসগেট এলাকায় পৌঁছালে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এনামুল হক মেশিনের নিচে চাপা পড়েন। এ সময় এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে ধান মাড়াই শ্রমিক এনামুলের মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেননি।