রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাটক্ষেত থেকে জান্নাতি (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যেয় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকার পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতি একই ইউনিয়নের পাতুরিয়া গ্রামের হাসেম ব্যাপারীর মেয়ে।
স্থানীয়রা বলেন, গত ৫ জুলাই বুধবার দিবাগত রাত ১২ টার সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় জান্নাতি। পরিবারের ধারণা প্রেমের সম্পর্কের কারণে ঘর ছেড়ে পালিয়েছে সে। ১১ জুলাই (মঙ্গলবার) নিহতের পরিবারের পক্ষ থেকে কালুখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
সোমবারর দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সন্ধ্যেয় নিহতের মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। মরদেহ ক্ষত-বিক্ষত ছিল বলে জানায় স্থানীয়রা। তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ ও পোশাক দেখে নিহতের মরদেহ চিহ্নিত করেন নিহতের পরিবার।
কালুখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল গণি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে