ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহিদ শেখ রাশেল শিশু পার্ক সিরাজগঞ্জ শহরের এক মাত্র বিনেদন কেন্দ্র।সিরাজগঞ্জের যমুনার কোল ঘেষে গড়ে উঠেছে শহীদ শেখ রাশেল পৌর স্মৃতি শিশু পার্ক। বিনোদনের দৃষ্টিনন্দন দর্শনীয় পার্ক ও যমুনার হিমেল হাওয়া উপভোগ করতে হাজারো মানুষ বেড়াতে ভীড় জমান। প্রতিদিন গরমের ক্লান্তিকে শীতল করতে পার্ক থেকে হার্ট পয়েন্ট পর্যন্ত নর-নারীর অবতাড়না এ যেন মিলন মেলার অপুর্ব দৃশ্য। আনন্দের ডালা প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পার্কটি। বিনোদনের জন্য সিরাজগঞ্জের এ একমাত্র পার্কটি। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। ৩০ টাকা টিকিটের বিনিময়ে সব বয়সী দর্শনার্থী এ পার্কে প্রবেশ করতে পারেন। পার্কটিতে রয়েছে নাগোরদোলা, দৃষ্টিনন্দন ট্রেন, পাহাড়ের গুহা, ম্যাজিক কার্পেট, প্যাডেল বোড, চরকিসহ নানা ধরনের খেলা। সেই সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন পশু-পাখির ভাস্কর্য, যা পার্কটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। দূর-দূরান্ত থেকে আসা শিশুরা এসব রাইডে চড়ে আনন্দ উপভোগ করছে, কখুনো আবার সুখকর স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করতে পরিবারের সঙ্গে অনেক শিশুকেই ভাস্কর্যে বসে ছবি তুলতে দেখা গেছে। এ পার্কে রয়েছে একটি মিনি চিড়িয়াখানাও। পার্কের মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে তাই প্রকৃতিকে কাছ থেকে দেখতে মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে নানা প্রজাতির পাখি, কবুতর, সাপসহ বিভিন্ন পশু-পাখি। একই সঙ্গে ঈদের পার্ক আর চিড়িয়াখানা থাকায় ছুটিতে পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটছে এখানে। দর্শনার্থীদের চাপ বেশি থাকায় প্রতিটি রাইডের সামনেই শিশুদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে শিশুদের সে কষ্ট অনেকটাই ফিকে হয়েছে রাইডগুলোতে চড়ে আনন্দ উপভোগ করতে পেরে। সুব্যবস্থা, নিরাপত্তা ও সুশৃঙ্খলিত থাকায় শিশুদের পাশাপাশি পার্কের সার্বিক ব্যবস্থাপনা দেখে খুশি অবিভাবকরাও। পার্কটি পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা’র নিদের্শনায় ব্যাপক অর্থ ব্যয় করে আধুনিকয়ান করেন, ইজারাদার সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক পৌরকাউন্সিলর ১০ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার।