আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সদরে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

১০ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা সদর থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোঃ ইবনে মিজান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ বিপিএম,সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক সেরাজুল হক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান জানান, গোপন সংবাদে ভিক্তিতে সোমবার গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নশরতপুরস্থ (ইন্দ্রারপাড়) জনৈক সালাম মুন্সির বাড়ির পূর্ব পাশে গাইবান্ধা- বোনারপাড়া সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নুরুজ্জামানের ছেলে নয়ন (৪৫), আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।