মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গনেশ দাস এবং সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন।
৯-মার্চ-২০২৪, রোজ-শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে গনেশ দাস (আজকের পত্রিকা) পেয়েছেন ৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী আকতার (দৈনিক মহাস্থান) পেয়েছেন ২৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসএম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন)।
নির্বাচনে আরো যারা নির্বাচিত হয়েছেন- সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার (সাপ্তাহিক দিনক্ষণ) পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আহমেদ মিলন (দৈনিক আজ ও আগামীকাল) পেয়েছেন ৩৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ (দৈনিক আমাদের অর্থনীতি) পেয়েছেন ৫২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টি এম মামুন (ডেইলি ইন্ডাস্ট্রি) পেয়েছেন ৪২ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম (দৈনিক উত্তর কোণ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম (দৈনিক সাতমাথা) তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ (দৈনিক প্রত্যাশা প্রতিদিন) পেয়েছেন ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম উদ্দিন (দৈনিক একুশের সংবাদ) পেয়েছেন ১১ ভোট। রনজু ইসলাম (দৈনিক মহাস্থান) পেয়েছেন ১০ভোট।
কোষাধ্যক্ষ পদে ফেরদৌস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রতীক ওমর (দৈনিক মানবজমিন) পেয়েছেন ৭১ ভোট এবং আরো নির্বাচিত হয়েছেন মাহফুজ মন্ডল (দি বিজনেস পোস্ট) পেয়েছেন ৫১ ভোট ।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯ জন।