মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে আজাদী ময়দান সংলগ্ন দলের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু। এসময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায় আরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বিএনপির লোক সরকারি চাকরি পায়নি। কোটার কথা বলে তারা আওয়ামী লীগ কর্মীদের চাকুরি দিয়েছেন। শেখ হাসিনা শুধু তার গোপালগঞ্জের মানুষকে চাকরিতে নিয়েছেন। শুধু আওয়ামী লীগের লোকজনকে চাকরি দিয়ে এই দেশকে বিএনপি শূন্য করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস। তাদের এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখনও দেশ আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্ত হয়নি। সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের পাশেই একটি বড় রাষ্ট্র ভারত। যেখানে শেখ হাসিনা এখন বেআইনিভাবে অবস্থান করছে। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে। যাতে কোনো প্রকার সুযোগ আওয়ামী ফ্যাসিবাদিরা আর না পায়।