১৯৬৬ সালের ৭ই জুন পাকিস্তানের হাত দেশকে মুক্ত করতে দেওয়া হয় ছয় দফা দাবি। পরবর্তীতে সেই ছয় দফা দাবিকে বাংলাদেশের মুক্তির সনদ বলা হয়।

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করা হয়।

মঙ্গলবার বিকাল চারটায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ছয় দফা দিবস।

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এড উজির আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক সহ-সভাপতি এড গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত হোসেন সোহরাব, ফখরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এড শফিকুল আজম মামুন, এড রফিকুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড শফিকুল হোসেন শফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান খান ওহিদ, পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি, হাফিজুর রহমান হাফিজ,সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমূখ।

উক্ত আলোচনা সভায় চট্টগ্রামে সীতাকুণ্ড অগ্নিসংযোগে নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে।