মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডি রেলস্টেশনের লেভেল ক্রসিং অতিক্রমের সময় আজ শুক্রবার (০১ মার্চ) পার্বতীপুর থেকে সৈয়দপুরের দিকে ধেয়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি যাত্রীবাহী একটি অটো রিকশা’কে ধাক্কা দিয়ে মাড়িয়ে দিলে অটো রিকশা যাত্রী নুর ইসলাম (৪৯) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন পাঁচ বছরের শিশু অর্থাৎ নিহতের নাতনি শাহনাজ পারভীন। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর আহত নুর ইসলাম (২৮)। সকলের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামে। তারা সকলে দাওয়াত খেতে মেয়ের বাড়ি পার্বতীপুরের বেলাইচন্ডি যাচ্ছিলো। উল্লেখ্য রেলস্টেশনটি সুদীর্ঘ বছর ধরে পরিত্যক্ত। দূর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নির্মল কুমার রায়ের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত-নিহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পার্বতীপুর মডেল থানার এ.এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি রেলওয়ে থানা সৈয়দপুরের অধীনে পড়েছে।