মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া ধুনুট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬টি ইউনিয়ানে ২৩৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এতে ২৩৯৭২মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের কাছ থেকে জানা যায়, অন্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় তাদের ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে।এ বিষয়ে সদরের উল্লাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের সাথে কথা হলে তিনি জানান এ বছর তিনি ৭বিঘা জমিতে ভুট্টা চাষাবাদ করেছেন।প্রতি বিঘায় ৪০থেকে ৪৫ মন ভুট্টা উৎপাদন হয়, সে হিসেবে তিনি আশা করছেন প্রায় ৩০০ মনের মতো ভুট্টা পাবেন।প্রতি মন ভুট্টা ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয় তাই অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে আমরা লাভবান হচ্ছি।চলতি মৌসুমে কাবেরী-৫৪,এম কে-৪০,পালোয়ান, সুপার সাহিন, সিনজেনটা- ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উচু জমিগুলোতে চাষ হয়েছে আগাম জাতের ভুট্টা। বিশেষ করে উপজেলার পশ্চিমী বাঙালি নদী পূর্বে ইছামতি নদীর চরাঞ্চলে রেকর্ড পরিমাণ জমিতে কৃষক ভুট্টা বপন করেছে। তাই নদীর তীরে ভুট্টা ছাড়া অন্য কোনো ফসল চোখে কমই পরে।এটি একটি অর্থকরী ফসল।এ ফসলে উৎপাদন খরচ কম লাভ বেশি। চাহিদার সাথে বাজার মূল্য ভালো ও অধিক লাভ হওয়ায় এবার উপজেলায় আগাম জাতের ভুট্টা বেশি চাষ হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান ভুট্টা হচ্ছে মাছ, মুরগি ও গবাদিপশুর প্রধান খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক।গত বছর উৎপাদন ও বাজার মূল্য বেশি ছিল,লাভ হয়েছিল বেশি। তাই এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলন-আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হয়েছে বিনামূল্যে সার ও বীজ।