মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী:২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ময়দানে ৩৫টি স্টলে নানা জাতের গরু ছাগল প্রদর্শন করেন খামারীরা। পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ ও সরকারী ভেটেনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ সেবা সপ্তাহ বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর আগে প্রদর্শনী প্যান্ডেলের গেটে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সঙ্গে ছিলেন, প্রদর্শীত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহ্ফুজার রহমান প্রমুখ। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র আমজাদ হোসেন সকল কর্মকর্তাকে সঙ্গে নিয়ে খামারি উদ্যোক্তাদের প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল হাঁস-মুরগি, ঘাস, ডিম ও পশু পাখির সবকটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি পশু সম্পদ পালন ও রক্ষায় বিভিন্ন পরামর্শও দেন খামারিদের।