রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে ‘যত মত ততপথ, হিন্দু স্বার্থে একমত’ প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব
করেন সংগঠনের সাধারণ সম্পাদক আইনজীবী বাসুদেব প্রামানিক।
এতে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক রমেশ কুমার বিশ্বাস সাংগঠনিক সম্পাদক অশোক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি উত্তম ঘোষ, রাজবাড়ী জেলা সমন্বয়কারী রতন কুমার দাস প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের পান্না চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন, হিন্দু সম্পত্তি বিভাজন করে ব্যক্তি কেন্দ্রীক সম্পত্তি বন্টন, বিবাহ বিচ্ছেদ, হিন্দু বিবাহ রেজিস্টেশন বাধ্যতামূলক ও শাস্তির বিধান, দত্তক ও ভরনপোষনসহ বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় পবিত্র বিধিবিধান পরিবর্তনের চক্রান্ত চলছে। তালাক বা বিবাহ বিচ্ছেদ যে নামেই হোক না কেন হিন্দু সমাজ তা মেনে না। আবার কোন নারী তার পৈতৃক দাবি করলে তার ননদও তার স্বামীর সম্পত্তি টানাটানি করবে।
এতে করে পরিবারে অশান্তি সৃষ্টি হবে। কলহ তৈরি হবে। হিন্দু সমাজের মূল ভিত্তি নষ্ট করার ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না।